স্টাফ রিপোর্টার- বাংলাদেশ সহ বিশ্বব্যাপী হিংসামুক্ত বিশ্ব সম্প্রতী দিবস উদযাপনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বন্ধু সমাজ। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজিব। তিনি বলেন, প্রতি বছর ২৩ শে নভেম্বরকে ” হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস পালনে ইতি মধ্যেই জাতিসংঘ সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি কাজ করে যাচ্ছেন। সৌহার্দ সম্প্রতি ও বন্ধুত্তের পৃথীবি গড়ার সূচনায় বাংলাদেশকে সম্প্রীতি ও বন্ধুত্বের মডেল দেশ হিসাবে গঠনের সকলের অগ্রগন্য ভুমিকা পালনের উপর জোড় দেন তিনি। এসময় আগামীতে সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মানের আশাও ব্যক্ত করেন তিনি।
এসময় এ্যাডভোকেট সুলতান আহমেদ খান, মো. হাবিবুর রহমান, নুরুল হুদা মিলু, লিয়াকত আলী খান, মাহবুব হাসান, মো. রফিকুল ইসলাম মাসুদ, গোলাম মোস্তফা আলম, মো. হাফিজুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।