ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বিরামপুর হাসপাতালে দেশের প্রথম বুথের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ শুরু

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ১৯, ২০২০ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

শাহীনুর আলম,বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি :-
দিনাজপুররের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ স্থাপন করে সন্দেহ ভাজন করোনা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার হাসপাতাল চত্বরের ফাঁকা জায়গায় স্থাপন করা বুথের সামনে রোগীকে বসিয়ে বুথের ভিতর থেকে কিটের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এতে নমুনা সংগ্রহকারী স্বাস্থ্য কর্মীরা যেমন সুরক্ষা থাকবে তেমনি পিপিই’র ব্যবহারও অনেকাংশে কমে আসবে বলে দাবি করছেন বিরামপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী।

তিনি জানান, সারাদেশের উপজেলার মধ্যে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম কোরিয়ান মডেলকে অনুকরণ করে বুথের মাধ্যমে কভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হচ্ছে।

বিরামপুর উপজেলায় এযাবৎ ৩৫ জনের কাছ থেকে করোনার নমুনা সংগ্রহ করা হলেও এদের কারোরই শরীরে কভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়নি।

সিঙ্কঃ সোলায়মান মেহেদী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিরামপুর, দিনাজপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।