ঢাকামঙ্গলবার , ২২ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

রেল স্টেশনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ

দিনাজপুর বার্তা
জুন ২২, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দেশের রেল স্টেশনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পর্যালোচনা করে এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন।
সভায় রেলওয়ে স্টেশনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, রেলওয়ে কল্যাণ ট্রাস্টের পুনর্গঠন, স্টেশনগুলোর আধুনিকায়ন, যাত্রী সাধারণের সুবিধার্থে নিচু প্লাটফর্মগুলো উঁচুকরণ ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
কমিটি কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের ক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয় বা অধিদপ্তরে এরূপ বিদ্যমান কমিটির গঠন পর্যালোচনার সুপারিশ করেছে।
বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনগুলো জরাজীর্ণ অবস্থায় থাকায় সেগুলো শিক্ষার্থীবান্ধব আধুনিকায়নের সুপারিশ করে স্থায়ী কমিটি।
সভায় চট্টগ্রামের পাহাড়ে রেলওয়ের জায়গায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানকে জাদুঘরে রূপান্তরেরও সুপারিশ করা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। (বাসস)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।