দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

দিনাজপুরে তাবলীগ জামাতের আখেরী মুনাজাত শনিবার
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ১, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ৩৩৩ বার |

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে শুক্রবার (১ এপ্রিল) তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। দিনাজপুর শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত পূণর্ভবা নদীর জেগে উঠাচরে কাঞ্চন সেতুর দক্ষিণে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ১১টার মধ্যে আখেরী মুনাজাতের মাধ্যমে ৩ দিনব্যাপী ইজতেমা শেষ হবে বলে জানিয়েছেন দিনাজপুর তাবলীগ জামাতের আমীরে ফায়সাল ও জেলা ইজতেমা পরিচালনা কমিটির জিম্মাদার (দায়িত্বশীল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল হাকিম।
এদিকে শুক্রবার জেলা ইজতেমার দ্বিতীয় দিন দিনাজপুরে সর্ববৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইজতেমা মাঠে অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি জুমার নামাজে অংশগ্রহণ করেছেন বলে ধারনা করছেন ইজতেমা কর্তৃপক্ষ ও জুমার নামাজে আগত মুসল্লিবৃন্দ।
শুক্রবার বেলা ১২টার মধ্যে দিনাজপুর সদর, শহর, বিরল উপজেলাসহ আশপাশের কয়েক উপজেলার ধর্মপ্রাণ মানুষ জুমার নামাজে শরিক হওয়ার জন্য ইজতেমা মাঠে সমবেত হন। জুমার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) মাওলানা মোঃ ইদ্রিস।
শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিন জুমার নামাজের পর বয়ান (আলোচনা) করেন ঢাকার কাকরাইলের আরেক জিম্মাদার (দায়িত্বশীল) মাওলানা সাইফুর রহমান। বাদ আসর বয়ান করেন কাকরাইলের আরেক জিম্মাদার (দায়িত্বশীল) মোঃ আব্দুল বাতেন এবং বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান করেন কাকরাইলের আরেক জিম্মাদার (দায়িত্বশীল) মাওলানা মোঃ ইদ্রিস।
শনিবার (২ এপ্রিল) ইজতেমার শেষ দিন বাদ ফজর বয়ান করবেন দিনাজপুর তাবলীগ জামাতের আমীরে ফায়সাল ও জেলা ইজতেমা পরিচালনা কমিটির জিম্মাদার (দায়িত্বশীল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল হাকিম। শেষ দিন হেদায়েতী বয়ান পেশ করবেন ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন ও মাওলানা মোঃ সাইফুর রহমান। হেদায়েতী বয়ানের পর সকাল সাড়ে ১০টা হতে ১১টার মধ্যে আখেরী মুনাজাতের মাধ্যমে ৩ দিনব্যাপী জেলা ইজমেতা শেষ করা হবে। আখেরী মুনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) মাওলানা মোঃ সাইফুর রহমান।
এদিকে ইজতেমায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলাসহ আশপাশের অন্যান্য জেলা-উপজেলা হতে আগত তাবলীগ জামাতের সাথীরা ইজতেমা মাঠে সমবেত হয়েছেন। ইজমেতার শেষ দিন শনিবার লক্ষাধিকের অধিক মানুষ আখেরী মুনাজাতে শরিক হবে এমনটিই ধারনা ইজতেমার আয়োজক ও ইজতেমায় আগত তাবলীগ জামাতের সাথীগন।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মত দিনাজপুরে ৩দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়