ঢাকাবুধবার , ২৬ অক্টোবর ২০২২
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকরা রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি –  সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
অক্টোবর ২৬, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি :  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি শ্রমিকরা রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি উল্লেখ করে বলেন, শ্রমিক আছেই বলে চাক্কা ঘুরছে। শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালিন নির্যাতন, নিপীরন করে শ্রমিকদের সর্বশান্ত করেছে। এমনকি ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল শ্রমিক নেতাদের। শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী ও হাজী ইয়াকুবসহ শ্রমিকদের গ্রেফতার করে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছিল। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় আশার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে চালিকা শক্তি শ্রমিকদের সম্মান করে সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন। তিনি গার্মেন্টস শ্রমিক, চা শ্রমিক, মটর ও  ট্রাক শ্রমিক সহ সকল শ্রমিকের বেতন ভাতা ও নিয়োগ পত্র প্রদানের জন্য শ্রম অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। শ্রমিকদের পক্ষে আজ শ্রম অধিদপ্তর কাজ করছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন দেশের অর্থনৈতিক পরিচালনা কারী শ্রমিক ও মালিকদের ১০০০ বাস- ট্রাক পুড়িয়ে দেয়া হলো। ৩০০০ হাজার ভাংচুর করা হয়েছিল। শ্রমিককে হত্যা করা হয়েছে। অনেক শ্রমিক এখনো পঙ্গু হয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মালিক শ্রমিকদের ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

জয় বাংলা শ্লোগানকে বিএনপি বিদায় করে দিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন জয় বাংলা ধ্বনি বাংলার মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত। তাই জয় বাংলা আজ মানুষের হৃদয়ে রয়েছে। তিনি বলেন বিশ্বনবী মক্কা জয় করার পর শ্লোগান দিয়েছিলেন ফাতুল-ফাতুল-ফাতুল। এর অর্থ হলো জয়।

২৬ অক্টোবর বুধবার দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ২৫তম ত্রি-বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি।

বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ভয়াবহ করোনার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবন বাচাতে রোগ প্রতিরোধ করার জন্য প্রত্যেক শ্রমিক তাদের বাবা-মা ও সন্তানদের করোনা টিকা বিনামুল্যে দিয়েছে। প্রথম ডোজ ৩০০০, ২য় ডোজ ৬০০০ টাকা ও ৩য় ডোজ ১০ হাজার টাকা। শ্রমিকদের সন্তানদের বিনা পয়সায় পড়ালেখা করার জন্য ৩য় থেকে দশম শ্রেনী পর্যন্ত বিনামুল্যে বই দিয়েছে, পড়ালেখা ফ্রি করে দিয়েছে। তিনি ২০৪১ সালের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর একটি বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহবান জানিয়ে বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে।

 প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী। দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাদাকাতুল বারীর সঞ্চালনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, দিনাজপুর আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাসার, সাধারন সম্পাদক এনাম উল্লাহ জেমী, জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক মানিকুল ইসলাম ও সাবেক সহ-সাধারন সম্পাদক ইরফান আলী  প্রমুখ। এ ছাড়া দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে ২৪ জন মৃত শ্রমিক পরিবারের মাঝে ১৩ লাখ ২০ হাজার টাকা, ১০০ শ্রমিকদের মেয়ের বিয়ের জন্য ২১ লাখ টাকা ও ৪ জন পঙ্গু শ্রমিককে ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
জাতীয় সর্বশেষ