ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ওসি মতিউর যোগদানের পর চিরচেনা রুপে ফিরছে দিনাজপুর গত ৪৪ দিনে ২৯০ জন গ্রেফতার : বিপুল পরিমান মাদক উদ্ধার

মোফাচ্ছিলুল মাজেদ
জানুয়ারি ৬, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান যোগদানের পর চিরচেনা রুপে ফিরছে দিনাজপুর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন স্থানীয় সকল শ্রেনীর মানুষ। তার এ সফলতাকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের সকল পেশাজীবি জনসাধারন।

ভারতীয় সীমান্ত ঘেঁষা দিনাজপুর সদর উপজেলা নিয়ে দিনাজপুর কোতোয়ালি থানা এড়িয়া। কোতোয়ালি পুলিশের তৎপরতায় সীমান্ত ঘেষা দিনাজপুর সদর উপজেলা চির চেনা রূপে ফিরছে। অপরাধী ও মাদক ব্যবসায়ীদের অপতৎপরতা কমেছে। নেই পারা মহল্লায় দাঙ্গা। স্কুল, কলেজসহ বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। পুলিশ পূর্বের মতোই দায়িত্ব পালন করছেন। গত ৪৪ দিনে পুলিশ রাজনৈতিক নেতা কর্মী, মাদক ব্যবসায়ী ও পলাতক আসামীসহ ২৯০ জনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, দিনাজপুর কোতোয়ালি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অসাধারণ ভূমিকা রয়েছে থানা পুলিশের। বিশেষ করে থানার ওসি মতিউর রহমানের যোগদানের পর অপরাধ দমনে তার আন্তরিকতার প্রমাণ মিলেছে।

দিনাজপুর কোতয়ালি পুলিশ সূত্রে জানা গেছে, নবাগত অফিসার ইনচার্জ মতিউর রহমানের যোগদানের ৪৪ দিনে ১১২ জন রাজনৈতিক নেতাকর্মী, ১১৬ জন পলাতক আসামী, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২১৪৬ পিস ট্যাপেনটাডল, ফেনসিডিলড ২৯৬ বোতল, গাজা ১০৪০ গ্রাম, চোরাই মদ ৭৮৯ লিটার, নেশা জাতীয় ইঞ্জেকশন ৪৬ পিস, ইয়াবা ৯০ পিস। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, ৫ই আগস্ট এর পর আইনশৃঙ্খলার সামান্য অবনতি ঘটলেও বর্তমানে আইনশৃঙ্খলা পূর্বের রূপে ফিরে এসেছে। মাদককে জিরো টলারেন্স লক্ষ্য বস্তু করে অভিযান অব্যাহত আছে। দিনাজপুরে এখন পুরোপুরি আইনশৃংখলা পুলিশের নিয়ন্ত্রনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।