নবাবগঞ্জ (দিনাজপুর) থেকেঃ মোঃইকরামুল হক ।
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় দিনাজপুরের নবাবগঞ্জে ১৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখায় ঐ ১৬ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আফতাবগঞ্জ, দাউদপুর, ভাদুরিয়া বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) মোঃ আল মামুন। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত।সহকারী কমিশনার (ভুমি) জানান- করোনা ভাইরাস সংক্রমন এড়াতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এমন অভিযান অব্যহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।