নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে মোঃ ইকরামুল হক । করোনা ভাইরাসের সংক্রমনের কারনে দিনাজপুরের নবাবগঞ্জে ২য় পর্যায়ে ৩ হাজার কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা প্রদানের প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ। ইতিমধ্যে ওই সব খাদ্য প্যাকেটিং করার কাজ শুরু করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে ২য় পর্যায়ে ২৫ মেঃ টন চাল বরাদ্দ পাওয়া গেছে।
ওই চালের সাথে স্থানীয় সংসদ সদস্যের দেয়া অর্থে আলু ও লবন কিনে তা প্যাকেটিং করা হচ্ছে। ওই খাদ্যের প্যাকেট আগামী মঙ্গলবার সকাল ১১ টায় একযোগে উপজেলার ৯টি ইউনিয়নে বিতরন করা হবে। তিনি জানান এবারে শুধু মাত্র ভ্যান, রিক্সা,চার্জার অটো ও ভটভটি চালকদের মাঝে ওই খাদ্য সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য প্রথম বরাদ্দে উপজেলার ২ হাজার ৫০০ জন কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।#