নবাবগঞ্জ(দিনাজপুর ) থেকে > মোঃ ইকরামুল হক ।
দিনাজপুরের নবাবগঞ্জে করোনা সতর্কতার বিধি ভঙ্গ করায় উপজেলার বিভিন্ন বাজারের ১০ দোকান মালিককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।১৮ এপ্রিল শনিবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন উপজেলার বিভিন্ন বাজারে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে করোনা সতর্কতার বিধি ভঙ্গ করার দায়ে ১০ দোকান মালিককে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার জানান-করোনা ভাইরাস বিস্তার রোধে এ অভিযান করা হয়েছে। পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যহত থাকবে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান মোছাঃ পারুল বেগম উপস্থিত ছিলেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।