নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে মোঃ ইকরামুল হক ।
সারা দেশেরে ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রাণঘাতি করোনা ভাইরাসে নমুনা প্রেরণনের পর ০৩জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় কঠোর হস্তে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। কোনো ক্রমেই যেন এ ব্যাধি উপজেলায় ব্যাপক ও বিস্তর ভাবে ছড়াতে না পারে ২৪ঘন্টা ব্যাপি বিভিন্ন পদক্ষেপ সহ আইন প্রয়োগ করে উপজেলা বাসিকে সচেতনতা সহ ঘরে অবস্থান সমাজিক দুরুত্ব বজায় রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সহ ছোট বড় হাট বাজারে ভ্রম্যমান আদালত পরিচালনা করে কর্মসূচী যথাযথ ভাবে পালন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ
নাজমুন নাহার , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল মামুন নিবার্হী ম্যাজিট্রেট এর দায়িত্ব পালন করে ওই অভিযান পরিচালনা করে যাচ্ছেন। এছাড়াও সেনা বাহিনী , বিজিবি,র্যাব সহ স্থানীয় পুলিশ প্রশাসন ,ফায়ার সার্ভিস কর্মী পৃথক পৃথক ভাবে সরকারের জারি করা নির্দেশনা বাস্তবায়ন করছেন। উপজেলা নির্বাহী অফিসার জানান ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন হাট বাজার ও রাস্তাঘাটে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ব্যাপক অভিযান পরিচালনা করে যাচ্ছেন ্এর কারনে গোটা উপজেলার চিত্র আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে কর্মহীন ও ঘরে অবস্থান করা অসহায় দ্স্থু, গরীব দুঃখী , মেহনতী মানুষের বাড়ি বড়ি গিয়ে উপজেলা প্রশাসন , বেসরকারি সংস্থা , খাদ্য সহায়তা পৌঁচ্ছে দিচ্ছেন। এদিকে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এর জন্ম স্থান এ থানা হওয়ায় তিনিও ঘোষনা দিয়েছেন তার নির্বাচনী এলাকায় কেউ না খেয়ে থাকবেনা । তার পক্ষ থেকে ৪টি উপজেলায় ৪০ হাজার কর্মহীন হয়ে বেকার অবস্থায় যারা ঘরে রয়েছেন তার দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে নেতা কর্মীরা মাঠে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে উপজেলা আলীগ নেতা মোঃ আমির হোসেন জানান। এছাড়াও দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের অর্থায়নে বরাদ্দ কৃত চাল উত্তোলন করে উপজেলা পরিষদ চত্বরে ইনডোর স্টোডিয়ামের ভিতরে প্যাকেটিং করে ইউপি সদস্য ,ইউপি চেয়ারম্যান গনের মাধ্যমে খাদ্য সহায়তা যথাযথ ভাবে বিতরণ করা হচ্ছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আযম জানান। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান নিজ অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয়নে চাল ,ডাল , আটা সহ নগদ অর্থ বিতরণ করে চলেছেন। তিনি জানান করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন সহ এলাকার সম্পদশালী ব্যাক্তিগণ খাদ্য সহায়তায় এগিয়ে আসার দাবী জানান তিনি। এদিকে ব্র্যাক আইডিপি(আদিবাসি প্রকল্প)এর অর্থায়নে উপজেলার ৫০০ আদিবাসি নারী পুরুষের ১ সপ্তাহের খাদ্য সহায়তা হিসাবে ১হাজার ৫শত টাকা বিতরণ করেছেন বলে ব্র্যাক আইডিপি প্রকল্পের দিনাজপুর জেলা ম্যানেজার নির্মল কেরকেটা তথ্যটি নিশ্চিত করেন। এছাড়াও ল্যাম্ব এর আয়োজনে দাতা দেশ হংকং এর আর্থিক সহায়তায় প্রায় ৬শত আদিবাসি সহ অন্যান্য পেশাজীবী হত দরিদ্য পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। দিনাজপুর জেলা পরিষদের অর্থায়নে নবাবগঞ্জ,ঘোড়াঘাট উপজেলায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকাস্থ নবাবগঞ্জ সমিতির আয়োজনে শুকনো খাবার প্রায় ১হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন,কর্মহীন ও অসহায় দুস্থমানুষদের খাদ্য সহায়তা জন্য উপজেলার মালিপাড়া গ্রামের ব্যবসায়ী মোঃ আলতাফ হোসেন মানুষের দু:খ দু:দর্শা বিবেচনা করে তার নিজ অর্থায়নে উপজেলার বিভিন্ন গ্রামের ৪হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরন করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রশাসনিক কর্মকর্তা ডা: মোঃ সাহাজাহান জানান এ পর্যন্ত নবাবগঞ্জ উপজেলায় ১৫জন ব্যাক্তির নমুনা সংগ্রহ করে রির্পোট এর জন্য কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হলে সেখান থেকে ৩জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সনাক্ত হওয়া ৩জনের মধ্যে ১জন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ও অন্য দুজনকে তাদের গ্রামে বাড়িতে বিশেষ ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টাইনে রেখে সার্বিক খোঁজ খবর ,খাবার পরিবেশন সহ মনিটরিং এ রাখা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত ডাঃ সাহাজাহান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ঐ ৩জনের শারিরিক অবস্থার অবণতি দেখা যায়নি। তবে তাদের অবণতি দেখা দিলে ও শ্বাসকষ্টের সমস্যা দেখাদিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শালদিঘী আশ্রায়ন প্রকল্প ও ৯নং কুশদহ ইউনিয়নের কুচুয়া গ্রামে লগ ডাউন ঘোষনা করা হয়েছে। তারা যেন সঠিক ভাবে প্রতিটি পরিবার খাদ্য সহায়তা পান সে লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সার্বক্ষনিক তাদের খোঁজ খবর নেওয়া সহ খাদ্য সামগ্রী নিজেই পৌচ্ছে দিচ্ছেন।