দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
ব্যাংকালীতে চৈত্রী সংক্রান্তি ও বর্ষবরন অনুষ্ঠিত
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ১৬, ২০১৮, ৭:৩৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ৯৫০ বার |

স্টাফ রিপোর্টার ॥ চৈত্রী সংক্রান্তি ও পরদিন পহেলা বৈশাখ ব্যাংকালীতে একটি ঐতিহ্যবাহী দিন। চৈত্রী সংক্রান্তি এলে গ্রামবাসী ব্যাংকালীতে কালি পূজার আয়োজন করে। কালী পূজায় অনেকে মানত করে উপকার পেয়ে কালী মন্দিরে পূজার দিন পাঠা বলি দেন অনেকে আবার কবুতর মায়ের নামে উৎসর্গ করেন, কেউ সোনার জিনিস মানত করে দিয়ে থাকেন। এবারও গত শনিবার ১৪ ইং এপ্রিল বিগত দিনের চিরাচরিত নিয়ম হিসেবে ব্যাংকালীতে ৮৫তম চৈত্রী সংক্রান্তি ও পর দিন ৩০ তম পহেলা বৈশাখ পালিত হয়। চৈত্রী সংক্রান্তি উপলক্ষে সন্ধ্যায় পিঠফোড়া,রাতে কালী পূজায় গানের আয়োজন করে পূজা কমিটি। পিঠফোড়া দেখার জন্য দূর-দূরান্ত থেকে শত শত নারী পুরুষের উপস্থিতি ঘটে যাহা জনসমুদ্রে পরিণত হয় কমপক্ষে ৩০/৪০ হাজার লোকের উপস্থিতি ঘটে এবারেও তার কম নয়। চিরাচরিত নিয়ম হিসেবে রবিবার পহেলা বৈশাখে ব্যাংকালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৭টায় ইউপি চেয়ারম্যান বাবু অশোক কুমার রায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে বৃক্ষরোপন ও শেষে পান্তা ভাতের আয়োজন করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশাদার মানুষ অংশগ্রহন করেন। তাদের মধ্যে বর্ষবরন অনুষ্ঠানের সভাপতি সাবেক ইউপি সদস্য ফরমান আলী,সাংবাদিক আলহাজ দবিরুল ইসলাম,ইউপি সদস্য চন্দ্র মোহন,শ্রমিক নেতা রহমান,সুলতান মাহমুদ,কৃষকলীগ নেতা এনামুল হক,আজগার আলী,নবজাগরন সংঘ এর প্রতিনিধি দিপেন রায়,মামুন সহ অনেকে। সন্ধ্যায় আয়োজন যুব সমাজ ও নবজাগরন সংঘের যৌথ আয়োজনে বৈশাখ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বর্ণপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাবু অশোক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক বিকাশ রায়,সাংবাদিক দবিরুল ইসলাম,দয়ারাম রায়,স্থানীয় কবি শরৎ চন্দ্র রায়, নবকান্ত দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী উৎযাপন ব্যাংকালী আয়োজন যুব সমাজ ও নবজাগরন সংঘের সভাপতি সাবেক ইউপি সদস্য ফরমান আলী,সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিনী রায়। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদেও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুন্দও ও সুষ্ঠ ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সাংস্কৃতিক পিপাসু মানুষ।#

এই পাতার আরো খবর -
২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO