দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
শাহ্জাহান শাহ্ নাট্যোৎসবের পার্বতীপুর প্রগতি সংঘ’র নাটক শহীদ জননীর ক্রন্দন মঞ্চস্থ
মোফাচ্ছিলুল মাজেদ নভেম্বর ৫, ২০২২, ১:৫১ অপরাহ্ণ | পড়া হয়েছে ২৬৮ বার |

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে অনুষ্ঠিত হলো পাবর্তীপুর প্রগতি সংঘ’র নাটক শহীদ জননীর ক্রন্দন।
দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে নীলকান্ত মহন্ত’র রচনায় এবং ইম্প্রোভাইস এর নির্দেশনায় শহীদ জননীর ক্রন্দন নাটকে অভিনয় করেছেন আবু তাহের মিলন, মানিক, আমিন, সুমন, মোয়াজ্জেম, স্বদেশ, সুমন দাস, বাদশা, আনোয়ার, রাজেন্দ্র প্রশাদ রাজু, ওঁম প্রকাশ, লিখন ও নারী চরিত্রে শাহিদা ও শেফা। আবহসংগীতে জামাল, আলো- আমজাদ হোসেন। নাটকে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, শহীদ পরিবারের দুঃখ বেদনা, বীরঙ্গনার ক্রন্দন, রাজাকার রিলিফ চেয়ারম্যান এর প্রভাব ইত্যাদি দেখানো হয়েছে। লাইট মিউজিক ভালোভাবে থাকলে নাটকের আরোও গতি বাড়তো, সেটা ছিল না। অভিনয়ে অনেকের সংলাপ তেমন শোনা যায়নি। নাটক শেষে নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, প্রচার সম্পাদক রাকিব হাসান রানা, সৈয়দ শফিকুর রহমান, সিরাজাম মনিরা ও ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আতিকুর রহমান নিউ, পাবর্তীপুর প্রগতি সংঘ’র শিল্পীদের হাতে উৎসবের ব্যাগ, সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ভারতর বিশিষ্ট কবি সাহিত্যিক পার্থ সারথী ঝাঁ ও তার সহধর্মীনী কবি ও সাহিত্যেক জয়শ্রী মুখার্জী ঝাঁ বক্তব্য রাখেন।

এই পাতার আরো খবর -
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO