দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
কবি আব্দুল হাই পেলেন সাহিত্য সম্মাননা
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে ৩০৬ বার |

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিশিষ্ট কবি-সাহিত্যিক ও “প্রণয় পালকি” এবং “কিছুক্ষন অন্তরাল অতঃপর” কাব্যগ্রন্থের লেখক কবি আব্দুল হাই (যিনি এক সময় সরকারি চাকুরিতে কর্মরত থাকা অবস্থায় ছদ্য নাম গালিব নামে) কে দিনাজপুর লেখক পরিষদ “রংধনু-২” কাব্যগ্রন্থ প্রকাশনা উৎসব ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য সাহিত্য সম্মাননা-২০২৩ প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন দিনাজপুর লেখক পরিষদের সভাপতি এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর লেখক পরিষদের সাধারন সম্পাদক শাহ আলম শাহী।
কবি আব্দুল হাই বোচাগঞ্জ ৪নং আটগাঁও ইউনিয়নে মালগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হিসাবরক্ষন অফিসে অডিটর পদ হতে অবসর গ্রহণ করেন। কবি পতœী রওশন আরা বেগম একমাত্র কন্যা ফারজানা বিনতে হাই হেলেন ও পুত্র রাসেল মাহমুদ ও রুবেল মাহমুদকে রেখে ইন্তেকাল করেন। মানুষের প্রতি অনুরাগ ও আসক্তি এবং দেশ ও প্রকৃতির জন্য ভালোবাসা এবং ভাবনার শৈল্পিক প্রত্যয়ে কবি আব্দুল হাই এর কবিতা চর্চার মুখ্য প্রয়াস।

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO