দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
তেঁতুলিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াতে বীর মুক্তিযোদ্ধাদের অর্থ সংগ্রহ
মোফাচ্ছিলুল মাজেদ জুন ২২, ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ১৫২ বার |

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ স্মরণকালে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনাসহ ভয়াবহ বন্যায় ঘর-বাড়ি ডুবেছে বেশ কয়েকটি জেলা। বন্যা পল্লাবিত এসব জেলায় মানুষদের জায়গা হয়েছে কোন স্কুলে কিংবা কোন আশ্রয়ন কেন্দ্রে। বন্যায় আপন ঘর বাড়ি ছেড়ে আসা মানুষগুলো ভুগছেন খাদ্য সংকটসহ নানান দূর্ভোগে। এ মানুষগুলোর পাশে দাঁড়াতে চান পঞ্চগড়ের তেঁতুলিয়ার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা।
মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী অর্থ সংগ্রহের কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের খন্দকার সামসুদ্দোহা নাহিদ, সামজ্জোহা নিয়াজিদ, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক ও হাফিজুর রহমান খোকনসহ আরো অনেকে ।
এ সময় নিজেদের কাছ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রচার মাইকিংয়ের মাধ্যমে তেঁতুলিয়া উপজেলার আপামর মানুষের কাছে বন্যার্তদের জন্য অর্থ সহযোগিতা চাইছেন। হাটবাজারে দোকানে দোকানে, সুশীল নাগরিক সমাজ, ব্যবসায়ীদের আহবান করছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর। অর্থ সংগ্রহ হয়ে গেলে এ অর্থ পৌছে দিবেন বন্যা দূর্গত মানুষদের কাছে।

এই পাতার আরো খবর -
২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৮ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:০৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৩৬ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:১৯ অপরাহ্ণ
এশা রাত ৭:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়