দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

টানা ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
মোফাচ্ছিলুল মাজেদ অক্টোবর ২৬, ২০২৩, ২:০৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮৮ বার |

হিলি প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে হিলি পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক ছিল। পাশাপাশি হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক ছিল।

ছুটি শেষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় যথারীতি কার্যক্রম আবারও চালু হয়েছে।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতের হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ থেকে ২৫ অক্টোবর টানা সাত দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল সাড়ে ১০টায় যথারীতি কার্যক্রম আবারও চালু হয়েছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিল।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল আলম বলেন, শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে বন্দর দিয়ে কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়