দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরে ১ম রাউন্ডে ৩ লক্ষ ২৮ হাজার ১৭৯ জনকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়েছে
মোফাচ্ছিলুল মাজেদ জুলাই ১৪, ২০১৮, ৮:৩৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮৫৩ বার |

দিনাজপুর : জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় আজ শনিবার দিনাজপুর জেলায় ৩২ লক্ষাধিক শিশুকে ভিটামিন “এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
আজ ১৪ জুলাই শনিবার সকাল ৮টায় দিনাজপুর সদর উপজেলা ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের শেখহাটি, এফডাব্লুসি, গোপালগঞ্জ এর আয়োজনে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম। প্রধান অতিথি বলেন বর্তমান সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম গ্রহন করায় এখন সাধারন মানুষের দ্বারগোড়ায় চিকিৎসাসেবা পৌছে দিচ্ছে, ফলে দেশের সাধারন মানুস মান-সম্পন্ন চিকিৎসা সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রহন করতে পারছে।
এসময় দিনাজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবু নসর নূরুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো: আরজুল্লাহ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: আফছার, দিনাজপুর জেলা ইপিআই সুপার মো: ইছামুদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো: আনোয়ার হোসেন, সহকারী স্থাস্থ্য পরিদর্শক মোছা: শাহিদা আক্তার বানু, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো: জুলফিকার আলী, উপ-সহকারী মেডিকেল অফিসার প্রান্তোস কুমার বসাক, পরিবার কল্যান পরিদর্শিকা মোছা: তানিয়া আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ১৩টি স্থায়ীসহ ২ হাজার ৭৫৩টি কেন্দ্রে মোট ৩২ লাখ ৮ হাজার ১৭৯ জন শিশুকে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৩৬ হাজার ৩৪ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ লাখ ২১ হাজার ৪৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এই পাতার আরো খবর -
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৫ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
এশা রাত ৭:১১ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO