দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
মোফাচ্ছিলুল মাজেদ জুন ১৮, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে ১৭৫ বার |

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১৮ জুন ২০২৩ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন সুচনা হয়।
রোবাবার ১৮ জুন সকাল ৮টায় দিনাজপুর সদর উপজেলার রাজাপুকুর কমিউনিটি ক্লিনিক এ ১৩ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আরজ উল্লাহ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোহাম্মদ নাহিদসহ অন্যান্য।
এবার দিনাজপুর জেলায় ৬ হতে ১১ মাস বয়সী ৩৬,৬৫৬ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী ৩,০৬,৫২৭ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে মোট ৩,৪৩,১৮৩ জন শিশুকে। এজন্য স্থায়ী, অস্থায়ী কেন্দ্র ও অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) কার্যক্রম পরিচালনা করে মোট ২৬১৪টি। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য মাঠকর্মী, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠকর্মী ও স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) ৫৮৭৬ জন কর্মী কার্যক্রমে নিয়োজিত থাকেন।

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO