ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক দুরত্ব বজায় রাখতে বোদা কাঁচাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তর

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ১৪, ২০২০ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :- পঞ্চগড়ের বোদায় সামাজিক দুরত্ব বজায় রাখতে বোদা বাজারের কাঁচাবাজার বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তর করা করা হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের নির্দেশে স্থায়ী কাঁচাবাজার মার্কেট হতে অস্থায়ী ভাবে বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে স্থান পরির্বতন করা হয়। করোনা ভাইরাসের কারণে বোদা বাজারের বেশিভাগ দোকান পাঠ বন্ধ থাকলেও মানুষজন কাঁচাবাজারে ভিড় করছেন। কাঁচা বাজারের জায়গা স্বল্পতার কারণে উপজেলা প্রশাসন ফাঁকা মাঠে কাঁচা বাজার স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান, করোনা ভাইরাসের কারণে সমাজিক দুরত্ব বজায় রাখার কারণেই কাঁচাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তার করা হয়েছে। বুধবার হতে প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর একটা পযন্ত খোলা মাঠে কাঁচা বাজার করতে সবাই সামাজিক দুরত্ব বজায় রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।