
দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দেবীগঞ্জে আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বুধবার(৯ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর।
এ সময় উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক তিন নারী জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
নারী জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার পামুলী ইউনিয়নের লিনা আক্তার, সফল জননী নারী উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের রাজেতুন নাহার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার দেবীডুবা ইউনিয়নের শান্তি রানী রায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং তিন জয়িতা।#