
পঞ্চগড় সংবাদদাতা ॥ পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে রাহুল বনিক (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার পৌর এলাকার তুলারডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহুর পৌর এলাকার বানিয়া পাড়ার অরুন বনিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধুর সাথে প্রতিদিনের মতো করতোয়া নদীতে গোসল করতে যায় রাহুল। প্রথমে রাহুল ও এক বন্ধু নদীর পানিতে গোসল করতে নামে আরেক বন্ধু ডাঙ্গায় থাকে। গোসলের এক পর্যায়ে রাহুল ও ওপর বন্ধু নদীর পানিতে তলিয়ে যায়। এসময় একজন নদী থেকে কোনমতে উঠে আসলেও রাহুল পানিতে তলিয়ে যায়। রাহুলকে দেখতে না পেয়ে বন্ধুরা চিৎকার করে। তাদের চিৎকার শুনে আশেপাশে থাকা লোকজন ছুটে এসে তাকে খোজাখুজি করে। পরে পানিতে ডুবন্ত অবস্থায় রাহুলকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক রাহুলকে মৃত ঘোষনা করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।