ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় এডওয়ার্ড ৮০’র মিলন মেলা

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৫, ২০১৭ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ১৯৮০ সালের এইচ এস সি পরীক্ষার্থী ব্যাচের আয়োজনে বণার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা, স্মৃতি চারণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ   নানা আয়োজনে বন্ধুসভা ৮০’র “মিলন মেলা ২০১৭” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিন ব্যাপী কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একদিনের এই মিলন মেলায় পরিবারসহ কয়েক শ সাবেক শিক্ষার্থী অংশ গ্রহন করে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল লী এর   সভাপতিত্বে মিলন মেলায় অংশ গ্রহন করেন- পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব রেজাউল রহিম লাল, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মোহাম্মদ ইব্রাহিম, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার আমিনুল ইসলাম, এ্যাড. তসলিম হাসান সুমন, এ্যাড. বেলায়েত আলী বিল্লু, বাসস এর সিনিয়র ষ্টাফ রির্পোটার ও ঢাকাস্থ পাবনা সাংবাদিক সমিতির সভাপতি মো. খায়রুজ্জামান কামাল, আয়োজকদের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ রতন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কবি ইদ্রিস আলী, এ্যাড. মুশফিকা জাহান কনিকা, জেলা আওয়ামীলীগ নেতা মশিউর রহমান খান প্রমুখ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল লী বলেন- আমরা অনেকেই দায়িত্বশীল জায়গায় আছি। যার যার জায়গা থেকে পাবনার উন্নয়ন করতে হবে। এ রকম মিলন মেলা প্রত্যেক ব্যাচের হওয়া উচিত এবং এডওর্য়াড কলেজের মিলন মেলা হওয়া উচিত। আমাদের বন্ধন চির অম্লান অটুট অমর হোক।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেন- পাবনার উন্নয়নে পাবনার দায়িত্বশীলদের সমন্বয় বিশেষ প্রয়োজন। বিশেষ করে এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের উচিত সমন্বিত ভাবে পাবনার উন্নয়ন করা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন- ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ আমাদের তথা পাবনা বাসীর গর্ব। এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম সহ সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা সারা দেশের উচ্চতর স্থানে অবস্থান করছে। পাবনার উন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।