দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

বোচাগঞ্জে (টিআর)কর্মসূচি ও প্রতিশ্রুতির উন্নয়নে উপজেলা চেয়ারম্যান
দিনাজপুর বার্তা জুলাই ১, ২০২১, ১০:২১ অপরাহ্ণ | পড়া হয়েছে ৩১৩ বার |

বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ জুলফিকার হোসেন উপজেলা ইউনিয়নে বিভিন্ন প্রতিশ্রুতি অনুযায়ী বোচাগঞ্জ উপজেলা পরিষদের ২০২০-২১ইং অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো (টিআর) কর্মসূচির আওতায় মুর্শিদ হাট ইউনিয়নের জালগাঁও জামে মসজিদের সংস্কার কাজের চেক প্রদান ও ১নং নাফানগর ইউনিয়নের সেনিহারী উত্তরপাড়া জামে মসজিদের সংস্কার কাজের চেক প্রদান এবং রণগাঁও পুরাতন পাড়া জামে মসজিদের সংস্কার কাজের চেক প্রদান, রনগাঁও ইউনিয়নের ভান্ডারখন্ড ঈদগাহ মাঠের সংস্কার কাজের চেক প্রদান, ২নং ইশানিয়া ইউনিয়নের মুরারীপুর বাজার জামে মসজিদের সংস্কার কাজের চেক প্রদান, আটগাঁও পাখি পাড়া পুরাতন জামে মসজিদের সংস্কার কাজের চেক প্রদান।
উল্লেখ্য যে বোচাগঞ্জ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় তার প্রস্তাবিত ০২নং ইশানিয়া ইউনিয়নের বথ সাকোয়া ডাঙ্গী শ্মশান এর দাহ সেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, এডিপির আওতায় তার প্রস্তাবিত ৫নং ছাতইল ইউনিয়নের শুকদেবপুর বগলাখারী শ্মশান দাহ সেট নির্মাণ কাজ পরিদর্শন এবং উপজেলা ইউনিয়ন ও সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি অনুযায়ী নিজ অর্থায়নে যেমন শিশু-কিশোর যুবক খেলোয়াড়দের মাঝে ফুটবল, ভলিবলসহ উপজেলার বিভিন্ন মহল্লায় মসজিদ-মন্দিরে টিন, ফ্যান, লেট্রিন, পানি নিস্কাশন পাইপসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে চলছেন উপজেলার চেয়ারম্যান এডভোকেট মোঃ জুলফিকার হোসেন।

এই পাতার আরো খবর -
১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়