দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
চিরিরবন্দরে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক, ভাইস-চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় ও লায়লা বানু
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ১৯, ২০১৯, ৪:৫৪ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮৬৬ বার |

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম তারিক বেসরকারি ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮ টায় থেকে বিকেল ৪ টায় পর্যন্ত একটানা ভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন।

বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক (আনারস মার্কা) প্রতিক। তিনি ৮৩ হাজার ৮৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল (নৌকা প্রতিক) পেয়েছেন ২৬ হাজার ৮৮৫ ভোট।

অপর স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু (প্রজাপতি) প্রতিক পেয়েছেন ৫৯ হাজার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুুুরুষ) জ্যোতিষ চন্দ্র রায় (তালা) প্রতিক নিয়ে ২৮ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলায় মোট ২ লক্ষ ১৭ হাজার ৩৪৭ জন ভোটার ছিল এবং মোট ৭১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO