দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
কাহারোলে বিশ্ব যক্ষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১২:৫৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ৫২৮ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: “ঐক্য বদ্ধ হলে সবে, যক্ষামুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাহারোলে পালিত হল বিশ্ব যক্ষা দিবস।

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ এর আয়োজনে এবং ব্র্যাক-এর সার্বিক সহযোগিতায় বিশ্ব যক্ষা দিবস পালন উপলক্ষে ২৪ মার্চ’১৭ সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমপ্লেক্স হতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আরোজ উল্লাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য বের করা হয় এবং র‌্যালীটি বাজারের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স-এ গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বিশ্ব যক্ষা দিবসের উপর ভিত্তি করে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আরোজ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা। আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্স-এর ডা. হেনা রেমীয় হেমরম, ডা. মোঃ শাহিনুর আলম, উপজেলা  ব্র্যাক ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাক যক্ষা প্রোগ্রামের পিও মোছাঃ লাভলী বেগম, মোছাঃ কুলসুম বেগম (পিও) সহ অন্যান্য কর্মকর্তারা বক্তৃতা করেন। আলোচনা সভাটি উপস্থাপন করেন, উপজেলা ব্র্যাক ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম।

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO