দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মান অর্জন করায় পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে মটর শোভাযাত্রা
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২২, ২০১৮, ৪:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে ৫৯৫ বার |

মো: একরামুল হক মুন্না, পঞ্চগড় প্রতিনিধি ঃ
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মান অর্জন করায় সারা দেশের মতো পঞ্চগড়ে ভিন্ন মাত্রার মটর শোভাযাত্রা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পাঁচ উপজেলা থেকে বর্ণিল সাজে সজ্জিত মটর শোভাযাত্রা নিয়ে পঞ্চগড় সুগার মিল মাঠে এসে জড়ো হয়। সেখান থেকে শতাধিক মটর যানের মটর শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি এবং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সেখানে আলোচনাসভা ও গ্রাম বাংলার লাঠিখেলার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল।

এই পাতার আরো খবর -
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO