ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সাদা পোশাকে শরীফুলের রঙিন স্বপ্ন

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৯, ২০২১ ২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ যুব বিশ্বকাপ জয়ের বছর না ঘুরতেই বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়ে যান শরীফুল ইসলাম। নিউজিল্যান্ড সফরে তিনটি টি-২০ খেলেছেন পঞ্চগড়ের ছেলে শরীফুল। শ্রীলঙ্কা সফর দিয়েই টেস্ট দলে ডাক পান বাঁহাতি এ পেসার। ক্যান্ডিতে ডাগআউটে বসে প্রথম টেস্টটা দেখেছেন তিনি। খুব কাছে বসে ক্রিকেটের অভিজাত ফরম্যাটের খেলা প্রথমবার দেখে রোমাঞ্চিত শরীফুল। ম্যাচ চলাকালীন টিম ম্যানেজেমেন্টের বার্তা, সতীর্থদের জন্য পানি নিয়ে মাঠে গেছেন বারবার। একাদশের বাইরে থাকলেও ম্যাচের আবহে জড়িয়ে ছিলেন শরীফুল। এখন সাদা পোশাকের ক্রিকেটে রঙিন অভিষেকের স্বপ্ন দেখছেন ১৯ বছর বয়সী এ পেসার। ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এ তরুণ বলেছেন, একাদশে সুযোগ পেলে নিজের শতভাগ নিংড়ে দিবেন। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে প্রথম ম্যাচটা উপভোগ করেছেন শরীফুল। মঙ্গলবার সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘প্রথমবারের মতো ফোরটিন্থ-ম্যান ছিলাম। এত কাছ থেকে টেস্ট ক্রিকেট আমি কখনও দেখি নাই। আমার জন্য একটু রোমাঞ্চকর ছিল। টেস্ট খেলাটা আসলে মজার খেলা। প্রতি সেশনে সেশনে মুভমেন্ট বদল হয়। একেকরকম মেসেজ পাঠানো হয়। তো আমি খুব রোমাঞ্চিত ছিলাম। মনে হয় নাই যে, আমি ম্যাচের বাইরে আছি। মনে হয়েছে যে, আমি ম্যাচের মধ্যেই আছি।’ খালেদ আহমেদ, শহীদুল, মুকিদুলদের টপকে মূল দলে জায়গা হয়েছিল শরীফুলের। প্রথম টেস্টে নিষ্প্রভ থাকা রাহী একাদশ থেকে ছিটকে গেলে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়ে যেতে পারে বাঁহাতি এ পেসারের। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান শরীফুল। তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ যদি আমি টেস্ট খেলি কখনও, নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। আমার কোচ (সাবেক ক্রিকেটার, আলমগীর কবির), যার কাছে আমি প্র্যাকটিস করছি, শিখছি উনি টেস্ট প্লেয়ার ছিলেন। তো উনি বলতেন যে টেস্ট ক্রিকেট খেলাটা হলো সর্বোচ্চ একটা মানের খেলা। কখনও যদি সুযোগ পাই সেরাটা দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।’ ম্যাচের ছোট ছোট মুহূর্তগুলো শরীফুলের মনে গেঁথে গেছে। তিনি বলেছেন, ‘আসলে টেস্ট খেলাটা একটু কঠিন। যে আবহাওয়ায় খেলা হচ্ছে অনেক রোদ ছিলো। পেস বোলারদের একটু পরপর পানি খাওয়ানো, তাদের সাথে কথা বলা, তাদের কাছ থেকে কিছু জানা। সবমিলিয়ে মনে হচ্ছিল যেমন মজার আছে, তেমন ওদের কষ্টও আছে।’ তাসকিনের মতো বল হাতে শতভাগ উজাড় করে দিতে চান শরীফুল। অনুশীলনে বোলিং কোচ ওটিস গিবসনের কাছ থেকে অনেক কৌশল শিখছেন তিনি। যা ম্যাচে কাজে লাগানোর আশায় আছেন এ তরুণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।