ঢাকাসোমবার , ২৬ মার্চ ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বিরলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৬, ২০১৮ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিরল (দিনাজপুর) ॥ বিরলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ৩১ বার তোণধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ ও ডিসপ্লে, প্রীতি ফুটবল, ক্রীড়া অনুষ্ঠান, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মোনাজাত/প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর এর সভাপতিত্বে ও সমাজসেবা আনিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, বীরমুক্তিযোদ্ধা রহমান আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীরবিক্রম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সকল বীরমুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।