ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কিশোরী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যবিধির উপকরণ ও ৭টি স্কুলে লাইব্রেরীর জন্য আলমিরা প্রদান

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ২৭, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বেসিক ফর গালর্স প্রকল্পের আওতায় মাতাসাগর পালকীয় কেন্দ্র মিলনায়তনে ২৭ এপ্রিল রবিবার কিশোরী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা উপকরণ প্রচারের জন্য স্থানীয় পর্যায়ের মহিলা উদ্যেক্তাদের মাঝে উপকরণ বিতরণ ও ৭টি স্কুলের লাইব্রেরীর জন্য আলমিরা প্রদান করা হয়েছে।
দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এর সভাপতিত্বে কিশোরী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ প্রদান করেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার হোসেন মোহাম্মদ নাহিদ এবং ৭টি স্কুলে লাইব্রেরীর জন্য আলমিরা প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডুকেশন টেকনিক্যাল স্পেশালিষ্ট জনপল স্ক্রু। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার ইস্টেলা সরেন। সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ বলেন, শশরা ইউনিয়ন, আউলিয়াপুর ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন ও দিনাজপুর পৌরসভার মোট ২০জনকে স্যানেটারি নেপকিন সহ হাইজিন উপকরণ বিক্রি করার মাধ্যমে এবং উদ্যোক্তা সৃষ্টি করার জন্য ও কমিউনিটির কিশোরীদের মাঝে স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা করার জন্য এই উপকরণ প্রদান করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম ৭টি স্কুলের শিক্ষকদের হাতে ৭টি উন্নত মানের আলমিরা প্রদান করতে গিয়ে বলেন স্কুল লাইব্রেরীর কার্যক্রমকে গতিশীল করতে স্কুলগুলোতে একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত লাইব্রেরিয়ান থাকতে হবে এবং শিক্ষার্থীদের লাইব্রেরী মুখী করতে হবে। এ কারণে লাইব্রেরীতে বই পড়–য়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে লাইব্রেরী সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরে নিয়মিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে হবে এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।