ঘোড়াঘাট সংবাদদাতা ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ জন গরু চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
১৯ মে বুধবার দিবাগত রাতে ঘোড়াঘাট থানার এস আই হাবিবের নেতৃত্বে এএসআই সরোয়ার জাহান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘোড়াঘাট কারিগরি কলেজ সংলগ্ন আঞ্চলিক সড়কে চেক পোষ্ট স্থাপন করে একটি নীল রং এর ঢাকা মেট্রো ড-১২-০৩৬৪ মিনি ট্রাকে তল্লাশি করা সময় ট্রাক উপর থেকে তাজা গবর, প্রস্রাব, খড়কুটো সেই সাথে একটি লোহার শাবল,একটি বোল্ট কার্টার, একটি সিঁধ কাটি উদ্ধার করে। সন্দেহ আরও বেশি হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিকার করে যে তারা আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য।পরে আটককৃত দের স্বীকার উক্তি মূলক জবানবন্দিতে সেই রাতে দিনাজপুর ফুলবাড়ি থেকে চুরি করা গরু দুটি উদ্ধার করে থানা পুলিশ।
এ ঘটনায় গরুর মালিক দিনাজপুর ফুলবাড়ি উত্তর লক্ষীপুর-চিত্তি পাড়ার শ্রী যোগেস সরেন বাদি হয়ে ৯ জন কে আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেন।
ট্রাক ড্রাইভার বগুড়ার শিবগঞ্জ থানার অনন্তপুর পশ্চিম পাড়ার মোঃ শহিদুল ইসলামের ছেলে সাজু মিয়া(২৭), দিনাজপুর নবাবগঞ্জের নামাকাঠাল হরিনাথ পুরের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৪) এর স্বীকার করা জবানবন্দীতে গাইবান্ধা গোবিন্দগঞ্জ কামদিয়ার পশ্চিম পাড়ার মৃত কেফায়েতুল্লাহর ছেলে মোঃ মজনু মন্ডল (৫৫), দিনাজপুরের ঘোড়াঘাটের দঃ দেবিপুর গ্রামের মৃত হাছান আলীর ছেলে সাহেব মিয়া (৩৮), সিংড়া বেড়ীভাটার মৃত রজমান আলীর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৫) চোরাই গরু উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করেন থানা পুলিশ। ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সত্যতা নিশ্চিত করেন।