খানসামা সংবাদদাতা ॥ “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” স্লোগানে যেকোনো অপরাধ দমনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
১৬ জুন বুধবার সকালে উপজেলার টংগুয়ায় ভেড়ভেড়ী ইউনিয়ন বিট পুলিশিং-এর আয়োজনে সভাটি হয়।
ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকারের সভাপতিত্বে এবং ওসি শেখ কামাল হোসেনের সঞ্চালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান,ভেড়ভেড়ী ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই আবুল কালাম আজাদ,ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, থানা পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও প্রায় তিন শতাধিক নারী-পুরুষ ও যুবক।