দিনাজপুর প্রতিনিধি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার প্রধান আসামীর অবস্থান নির্ণয় করে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি চৌকস আভিযানিক দলের সহায়তায় অভিযান চালিয়ে তারিখ অদ্য ১৩ জুন ২০২৩ খ্রিঃ মধ্যরাতে দিনাজপুর জেলাধীন সদর থানার ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষক নতুন চন্দ্র রায় @ নতুন রায় (২১), পিতা- অক্ষয় চন্দ্র রায় @ নিরঞ্জন, সাং- পূর্বপারগাঁও, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকা হতে আতœগোপন অবস্থায় গ্রেফতার করে।
উল্লেখ্য যে, ভিকটিমের সাথে ধর্ষণ মামলার প্রধান আসামি নতুন চন্দ্র রায় @ নতুন রায় (২১) এর পরিচয়ের মাধ্যমে গত ৩০/০৪/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ আসামী পার্শ্ববর্তী একটি বাড়িতে রাত্রি যাপন করে। এবং ভয় দেখিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে রেখে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে দিনাজপুর জেলার সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই র্যাব ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে অদ্য ১৩/০৬/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ মধ্যরাতে র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এর যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকা হতে আত্মগোপনকৃত অবস্থায় ধর্ষণ মামলার প্রধান আসামি নতুন চন্দ্র রায় ওরফে নতুন রায় (২১), পিতা- অক্ষয় চন্দ্র রায় ওরফে নিরঞ্জন, সাং- পূর্ব পারগাঁও, থানা কোতোয়ালি জেলা দিনাজপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী ধর্ষণের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে এবং গ্রেফতার এড়ানোর লক্ষে সে উক্ত এলাকায় আতœগোপন করে ছিল মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।