খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় মাই ফ্রেস ওয়াটার টেকনোলজি এর ব্যবস্থাপনা পরিচালক লিয়ন চৌধুরীর ব্যক্তি উদ্যোগে করোনা প্রভাবে কর্মহীন ১ হাজার ব্যক্তিকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার হোসেনপুর গ্রামে মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব সম্বলিত বৃত্ত থেকে চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান, চিড়া, মাস্ক এর প্যাকেটের খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, থানা ইনচার্জ অফিসার শেখ কামাল হোসেন, লিয়ন চৌধুরীর বাবা প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস চৌধুরী প্রমুখ।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেন, করোনা প্রাদুর্ভাবে কর্মহীন ব্যক্তিদের পাশে সরকারের পাশাপাশি প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা লিয়ন চৌধুরীর মত সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
এছাড়াও উপজেলা প্রশাসনের তহবিলে ২০ হাজার টাকার চেক প্রদান করেন লিয়ন চৌধুরী। এর আগেও তিনি রাজধানী ঢাকার গৃহহীন ও দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার আটশত ব্যক্তিকে খাদ্য সামগ্রী প্রদান করেন।