
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: অসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে দরদ্রি প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও সুরক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গা প্রসাদ গ্রামে বুধবার সকাল ১১টায় “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে, বেসরকারী সংস্থা বেসিক এর সহযোগিতায় বিদ্যালয় চত্বরে শতাধিক দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী এবং করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে বিভিন্ন সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান,বিদ্যালয়ের জমি দাতা খলিরুর রহমান,বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারী ও অভিভাবক বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।