
ফুলবাড়ী সংবাদদাতা ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে প্রতিপক্ষ মোঃ খোকা মিয়ার হাসুয়ার কোপে একই গ্রামের মৃত মহি উদ্দীন আকন্দর পুত্র মোঃ আনোয়ারুজ্জামান আকন্দ (৩৫) মারাত্বক ভাবে আহত হন। ফুলবাড়ী উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মৃত মহি উদ্দীন আকন্দ এর পুত্র মোঃ মনিরুজ্জামান মিলন (৪০) এর ফুলবাড়ী থানায় গত ১৬ এপ্রিল দায়েরকৃত অভিযোগে জানা যায়, দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মৃত কান্দুরা এর পুত্র মোঃ খোকা মিয়ার সাথে জমিজমার বিরোধ চলছিল। বিরোধ এর জের ধরে গত ১৬/০৪/২০২১ ইং তারিখে সকাল ১১ টায় মোঃ আনোয়ারুজ্জামান আকন্দ কলা চাষের জমি দেখতে যান। ঐ জমিতে প্রতিপক্ষ খোকা মিয়াকে ঢুকতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সে হাসুয়া দিয়ে আনোয়ারুজ্জামান আকন্দকে হাতে, পিঠে ও মাথায় হাসুয়া দিয়ে আঘাত করে। এসময় মোঃ মনিরুজ্জামান মিলন এর ভাই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় জনগণ গুরুত্বর জখম অবস্থায় ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল শনিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় মোঃ আনোয়ারুজ্জামান আকন্দ এর ভাই মোঃ মনিরুজ্জামান মিলন (৪০) বাদি হয়ে ১ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় গত ১৬/০৪/২০২১ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় আনোয়ারুজ্জামান আকন্দ এর ভাই মোঃ মনিরুজ্জামান মিলন জানান, তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি করেন।