
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ মালদ্বীপের রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে আহত দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ নাশিদের অবস্থা গুরুতর। শুক্রবার অস্ত্রোপচারের পর নাশিদকে আশঙ্কাজনক অবস্থায় ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নাশিদ তার বাড়ির সামনে বোমা হামলার শিকার হন। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে একে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে পুলিশ। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ এ হামলাকে মালদ্বীপের গণতন্ত্র ও অর্থনীতির ওপর হামলা বলে অভিহিত করেছেন। ঘটনা তদন্তে সহায়তা করবে অস্ট্রেলিয়ার পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।