দিনাজপুর প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা ভাইরাসের মহামারির পরও মানুষকে খাদ্য খেয়ে বেঁচে থাকতে হবে। আর এই খাদ্য উৎপাদন করবেন কৃষকসমাজ। এই কৃষক সমাজকে বাঁচিয়ে রাখতে ও খাদ্য উৎপাদনে কৃষকসমাজকে উৎসাহিত করতে এবং কৃষি পণ্যের অভাবকে দুর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকসমাজকে ধান মাড়াইয়ের মেশিন প্রদান করা হচ্ছে। ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার সকালে কাহারোল উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি মন্ত্রনালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় উপজেলায় মো. হুসাইন আলী ও হীরা লাল রায়কে কম্বাইন হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন।এমপি গোপাল এসময় বলেন, মহামারি একদিন যাবেই। কিন্তু উৎপাদন না হলে দেশের লাখ মানুষ খাদ্যোভাবে মানুষ মারা যাবে। এ খাদ্য অভাবকে দুর করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুপ্রেরণা। তিনি বলেন, কৃষকদের উন্নয়নে সব সময় পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পুরণে বদ্ধপরিকর। করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন।এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু জাফর মো. সাদেক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ মো. নুর হাসান।
এদিকে বীরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি মন্ত্রনালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় উপজেলায় মোজাহারুল ইসলা, ফোরকান আহম্মদ, মোস্তফা কামাল ও কেশব চন্দ্র রায়কে কম্বাইন হার্ভেস্টার মেশিন, আনারুল ইসলামকে রিপার মেশিন এবং জান মোহাম্মদকে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের চাবি হস্তান্তর করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবুরেজা মো. আসাদুরজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর।