ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বীরগঞ্জে ইউপি সদস্যকে ১ লাখ টাকা জরিমানা

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ৩১, ২০২০ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা- দিনাজপুরের বীরগঞ্জ উপেজলায় পরিবেশ বিপন্ন করে সরকারি ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বরেন্দ্রনাথ দেব শর্মা নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ১লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রমিজ আলম এই রায় প্রদান করেন। জরিমানাপ্রাপ্ত বরেন্দ্রনাথ দেব শর্মা বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রমিজ আলম বলেন, ‘বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের গান্ডারা গ্রাম দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বরেন্দ্রনাথ দেব শর্মাকে আটক করা হয়। পরিবেশ বিপন্ন করে সরকারি ইজারা ছাড়াই অবৈধভাবে সে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। মঙ্গলবার দুপুরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়। সেই সাথে অবৈধভাবে বালু উত্তোলন করা বন্ধ করে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।