বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধকল্পে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গৃহবন্দী হয়ে থাকা কর্মহীন- দুঃস্থ মানুষ, গর্ভবতী মায়েদের পুষ্টি খাবার সহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী দরিদ্র ছাত্রদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ামিন হোসেন। প্রতিদিনের ন্যায় গতকাল বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শতগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১ শতাধিক কর্মহীন দুঃস্থ মানুষ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী দরিদ্র ছাত্র সহ গর্ভবতী মায়েদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এছাড়াও ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে সর্ণকিশোরী নেটওয়ার্ক এর দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নেটওয়ার্কের সিও ফারজানা ব্রাউনিয়ার প্রেরিত ত্রাণ বিতরণ করেন ইউএনও মো. ইয়ামিন হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।