বীরগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাত ও ৪ পাবিশিষ্ট এক শিশুসন্তানের জন্ম দিয়েছেন রুনা লায়লা নামে এক নারী।
৪ জুন শুক্রবার ভোর ৫ টায় জেলার বীরগঞ্জ ক্লিনিকে এই শিশুটির জন্ম হয়। তবে কোন সিজার ছাড়াই ছেলে শিশুর জন্ম হয়। শিশুটি মা রুনা লায়লা কাহারোল উপজেলার মকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিনমজুর মোঃ গোলাম রব্বানীর স্ত্রী।
বীরগঞ্জ ক্লিনিকের ম্যানেজার বেলাল হোসেন জানান, জন্মের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য শিশু বিশেষজ্ঞ ডাঃ মনীন্দ্র নাথ রায়ের কাছে নিয়ে গেলে তিনি উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে সকাল ১০টায় তার মা ছাড়পত্র নিয়ে শিশুসহ বাড়ীতে ফিরে গেছেন। তবে শিশুটির জরুরি উন্নতমানের চিকিৎসার প্রয়োজন বলে জানান ক্লিনিকের ম্যানেজার।
শিশুটির পিতা গালাম রব্বানী বলেন, ‘মুই গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাও। কেমনে বেটাটার চিকিৎসা করামু, মোর যে টাকা নাই। এই জন্য এখনো বাড়িতেই আছু।’
গোলাম রব্বানী-রুনা লায়লা দম্পতির এটি দ্বিতীয় সন্তান। ওই দম্পতির ছয় বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।