ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যাক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রবীণ কল্যাণ সংঘের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রবীণ কল্যাণ সংঘের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.আখতারুজ্জামান ।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি প্রাক্তন শিক্ষক মো.দসিমুদ্দিন,সংগঠনের সাধারণ সম্পাদক প্রাক্তন নির্বাচন কর্মকর্তা মো.মকলেছার রহমান প্রমুখ। শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।