দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারি ক্যাম্পেইন।
মোফাচ্ছিলুল মাজেদ জানুয়ারি ৩০, ২০২৩, ২:১৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৫৬ বার |

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প  (ইজিডিপি) এর আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারী বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে উপজেলা অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আয়োজিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

এতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আখতার আহসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী প্রমুখ।

এই পাতার আরো খবর -
২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৮ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:০৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৩৬ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:১৯ অপরাহ্ণ
এশা রাত ৭:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়