দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরে মঙ্গলবার থেকে  শুরু হচ্ছে প্রথমার বইমেলা
মোফাচ্ছিলুল মাজেদ মে ৮, ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে ২৬৮ বার |

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হচ্ছে ‍মঙ্গলবার থেকে । বিকেল চারটায় মেলার উদ্বোধন করা হবে জেলা শিল্পকলা একাডেমীর দ্বিতীয় তলায় আর্ট গ্যালারীতে। সৃজনশীল প্রকাশনী ‘প্রথমা’ এই মেলার আয়োজন করেছে।

আয়োজকরা জানান, উদ্বোধনের পরে আগামী ১৫ মে পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত ।বইমেলায় প্রথমা প্রকাশনের বই, প্র প্রকাশনের বই এবং দেশী-বিদেশী বই বিশেষ মূল্যছাড়ে বিক্রি করা হবে। মেলায় প্রথমার বইয়ে ৩০-৬০ শতাংশ, অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ এবং ভারতীয় বই ১ রুপি ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৮ টাকা পর্যন্ত ছাড়ে বিক্রি করা হবে।

সপ্তাহব্যাপী বই মেলায় পাওয়া যাবে অমর একুশে বইমেলা-২০২৩ এ প্রকাশিত বই, বিভিন্ন প্রবন্ধ, গবেষনা গ্রন্থ, ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, গল্প-উপন্যাস-কবিতা, ছড়া, বিজ্ঞান-গণিত-সায়েন্স ফিকশন, ইতিহাস-ঐতিহ্য, অনুবাদ গ্রন্থ, জীবনী, ভ্রমণ, শিশু-কিশোর সাহিত্য, গোয়েন্দা সিরিজসহ নানা ধরণের বইয়ের বিপুল সমাহার থাকবে। মেলার আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকবে দিনাজপুর প্রথম আলো বন্ধুসভা পরিবার।

এই পাতার আরো খবর -
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৯ অপরাহ্ণ
এশা রাত ৭:১৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO