ঢাকামঙ্গলবার , ৮ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের সদরে খেজুর কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর বার্তা
জুন ৮, ২০২১ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের সদর উপজেলার মিস্ত্রিপাড়ায় পুকুর পাড়ে খেজুর কুড়াতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ জুন সোমবার সন্ধ্যায় পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। মৃত শিশুর নাম সুবর্ণা (১০)। সে খোমমাধপুর মিস্ত্রিপাড়া গ্রামের দিনমজুর সাইফুল ইসলামের কন্যা। সে ঈদগাহ বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী জানায়, সুবর্ণা বিকেলে ঝড় বৃষ্টির সময় বাড়ি অদূরে পুকুর পাড়ে খেজুর গাছের নিচে ঝড়ে পড়া খেজুর কুড়াতে যায়। এরপর সে বাসায় ফিরেনি। সন্ধ্যায় তাকে খুঁজে না পেয়ে তার মা কান্নাকাটি শুরু করলে এলাকার লোকজন জানায় তাকে পুকুর পাড়ে খেজুর কুড়াতে দেখেছে। এ সময় প্রতিবেশীরা পুকুরে নেমে খোঁজখুঁজি শুরু করে। একপর্যায়ে লিটন হোসেন আকাশ নামে এক প্রতিবেশী পানির নিচ তার মৃতদেহ খুজে পায়।
এলাকাবাসীর ধারণা, সে পা ফসকে পুকুরে পড়ে যায় অথবা পুকুরে পড়া খেজুর কুড়াতে গিয়ে পুকুরের পানিতে নেমে ডুবে যায়। দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল পানিতে ডুবে শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।