
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণায় ২১ জুন পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।
১৪ জুন সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বীর মুক্তিযোদ্ধা ডা. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রোববার (১৩ জুন) থেকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা নেয়া শুরু করে। কিন্তু সদর উপজেলায় লকডাউন ঘোষণায় জেলা প্রশাসন সবধরনের পরীক্ষা নিতে নিষেধ করেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফলে ১৫-২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকবে। ২২ জুন থেকে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।