ঢাকামঙ্গলবার , ২২ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন গুরুতর অসুস্থ

দিনাজপুর বার্তা
জুন ২২, ২০২১ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন দিনাজপুর ডায়বেটিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১১ জুন ২০২১ শুক্রবার হাসপাতালে ভর্তি হন তিনি।
জানা গেছে, ডায়াবেটিস রোগে আক্রান্ত রবীন্দ্র নাথ সরেন তাঁর পায়ের সমস্যা নিয়ে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়। সেই দিন সন্ধ্যায় তাঁর ডান পায়ের ৩টি আঙ্গুল কেটে ফেলতে হয়েছে। অবস্থা ভাল নয়। হয়তো ডান পায়ের হাঁটুর নীচ পর্যন্ত কাটতে হতে পারে।
নিজে সমাজে পিছিয়ে থাকা ক্ষুদ্র জনগোষ্ঠিভুক্ত হয়েও তাঁদের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামের আপোষহীন লড়াকু সংগঠকের নাম রবীন্দ্র নাথ সরেন। দেশ-বিদেশে মানবাধিকার কর্মী হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
রবীন্দ্র নাথ সরেন এর ইচ্ছে, তাঁর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়া হউক। রোগ শয্যায় শুয়ে শক্ত মনোবলের মানুটি বর্তমানে মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
চিকিৎসকের মতামত, বিষয়টি খুবই মানবিক। যা করার তা শীঘ্রই করতে হবে। নইলে তাঁর অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।