
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় কোভিড-১৯ পজিটিভ একজন । তার বয়স ৩০ বছর।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) করোনা ল্যাবে আজ কোভিড-১৯ ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে দিনাজপুরে ৫১টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে হাকিমপুর উপজেলার কোভিড-১৯ পজিটিভ একজন । তার বয়স ৩০ বছর।
এ নিয়ে দিনাজপুর জেলার ১৩টি উজেলার মধ্যে ৮টি উপজেলায় ১৫ জন করোনা রোগি শনাক্ত হলো। এর মধ্যে ১২ জন পুরুষ, দুইজন মহিলা ও একজন শিশু। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় নতুন এক শিশুসহ ৬ জন, নবাবগঞ্জে ৩ জন, ফুলবাড়ীতে একজন, পার্বতীপুরে একজন, বোচাগঞ্জে একজন, ঘোড়াঘাটে একজন, কাহারোল উপজেলায় একজন ও হাকিমপুর উপজেলায় একজন।
দিনাজপুর জেলায় বর্তমান হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৮৩১ জন এবং হোম কোয়ারেন্টাইন হতে অব্যাহতির সংখ্যা ২৭৮৮ জন৷ এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল দাড়াল -৪০৪ টি, অদ্যাবধি সংগৃহীত নমুনা -৪৭৪।