ঢাকাবৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

এবার নেটফ্লিক্সের ছবিতে স্বস্তিকা

দিনাজপুর বার্তা
এপ্রিল ১৫, ২০২১ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ টলিউডের গণ্ডি পেরিয়ে এখন বলিউডেও বেশ জনপ্রিয় স্বস্তিকা মুখার্জি। গত বছর আনুশকা শর্মার প্রযোজনায় ‘পাতাললোক’-এ দেখা গিয়েছিল স্বস্তিকাকে। এই ওয়েব সিরিজে ব্যাপক সফলতার পর আনুশকার প্রযোজনা সংস্থা থেকে ‘কোয়ালা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটি নেটফ্লিক্সের অরিজিনাল ফিল্ম। এটি পরিচালনা করেছেন অন্বিতা দত্ত। মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রায় কাশ্মীরে ‘কোয়ালা’র শুটিং করলেন স্বস্তিকা। কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তখনই আলোচনা উঠেছিল নিছক বেড়ান নয়, নিশ্চয়ই কোনও কাজেই গিয়েছেন তিনি। সেই আলোচনাই সত্যি হলো। সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। যেখানে শুটিংয়ের কিছু মুহূর্ত উঠে এসেছে। দেখা যাচ্ছে, হিমশীতল কাশ্মীরে শ্বেত শুভ্র বরফের মধ্যে কাজ করছেন তারা। ‘কোয়ালা’য় স্বস্তিকা ছাড়াও রয়েছেন তৃপ্তি দিমরি, বাবিল খান, সিদ্ধার্থ দিওয়ানসহ বেশ কিছু চেনা মুখ। পরিচালক অন্বিতা দত্ত এর আগে আনুশকা শর্মার প্রযোজনায় ‘বুলবুল’ নির্মাণ করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।