ঢাকাশুক্রবার , ২৩ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

জীবনে আগলে রাখা মানুষের সংখ্যা খুব কম: মাহি

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৩, ২০২১ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনেতা ডিএ তায়েব জুটি বেঁধে ‘অন্ধকার জগৎ’ সিনেমায় কাজ করেছেন। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমা ২০১৯ সালে মুক্তি পায়। এ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। বুধবার ডিএ তায়েবের সহায়তায় করোনাভাইরাসের টিকা নেন মাহি। বিষয়টি জানিয়ে ফেসবুকে এ অভিনেত্রী লিখেন, ‘আজকে আমার তায়েব ভাইয়া আমাকে আর আব্বু-আম্মুকে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলেন। সেখানে অনেকেই ছিলেন যারা খুব স্মুথলি ভ্যাকসিন নিতে আমাদের হেল্প করেছেন। ধন্যবাদ আশরাফুল ভাইয়া। আর সবচেয়ে ভালো লেগেছে আমাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিবেশ দেখে। মনটা একদম জুড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ।’ ডিএ তায়েবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাহি লিখেন, ‘মা মুরগি যেমন পাখা দিয়ে তার সন্তানদের ঢেকে রাখে তেমন করে আগলে রাখা মানুষের সংখ্যা আমার জীবনে খুব কম। উম্ৃ ৩/৪ জন হবে। যাদের অবদান আমি আমৃত্যু ভুলবো না ইনশাআল্লাহ। তায়েব ভাইয়া তাদের মধ্যে একজন। প্রিয় তায়েব ভাইয়া, ধরেন আমি আর আপনি খালের উপরের একটা ছোট্ট সাঁকো পার হবো বলে ঠিক করেছি। কাহিনি সেটা না, কাহিনি হলো হাত কিন্তু শক্ত করে আপনি আমারটা ধরে রাখবেন, আমাকে আপনার হাত ধরতে বলবেন না। কারণ কোনো রকমে পা পিছলে গেলে আমি হয়তো আপনার হাত ছেড়ে দিতে পারি। কিন্তু আমি ৯৭৫% শিওর আপনি আমার হাত মরে গেলেও ছাড়বেন না।’ এদিকে ডিএ তায়েব তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেন, ‘চিত্রনায়িকা মাহি ভালোবাসার মানুষ, ভালো বন্ধু। কৃতজ্ঞতা যার অহংকার এমন বন্ধুর জন্য অনেক কিছুই করতে পারি। ধন্যবাদ সহকর্মী আশরাফুল, কৃতজ্ঞা হাসপাতালের সিনিয়ার স্যারদের এবং মাননীয় মহা পুলিশ পরিদর্শক ড. বেনজীর স্যারকে। সবাই করোনার টিকা নিন নিরাপদে থাকুন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।