ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে আন্তর্জাতিক শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তিতে র‌্যালী ও আলোচনা সভা

মোফাচ্ছিলুল মাজেদ
নভেম্বর ২৯, ২০১৯ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও শিশু ফোরাম ও যুব ফোরামের যৌথ আয়োজনে আন্তর্জাতিক শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তিতে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে বীরগঞ্জ শালবন মিলনায়তনে র‌্যালী শেষ হয়। বীরগঞ্জ আলোকিত শিশু ফোরামের সভাপতি মোঃ নূরনবী ইসলামের সভাপতিত্বে শিশু সনদের ৩০ বছর অর্জন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, বীরগঞ্জ এপি’র ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার মানুয়েল হাসদা, বীরগঞ্জ যুব ফোরামের সভাপতি প্রদীপ রায় জিতু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ মোঃ সিদ্দিক হোসেন। আরও বক্তব্য রাখেন চারটি ইউনিয়নের নেতা-নেত্রীবৃন্দ। প্রধান অতিথি বলেন- আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, শিশু অধিকার বাস্তবায়নের জন্য বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন কাজ করে যাচ্ছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার, কর্মচারী ও চারটি ইউনিয়নের শিশু ফোরাম ও যুব ফোরামের নেতা-নেত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে বেলুন উড়িয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।