ঢাকারবিবার , ২২ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বিবৃতি

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২২, ২০২০ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার \ আগামী ৩০ মার্চ হতে হিন্দু স¤প্রদায়ের ৫দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তি পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অথচ দেশে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন সব ধরনের অনুষ্ঠান স্থগিত করেছে। জনস্বার্থে লোক সমাগম, ধর্মীয় সভা সহ বিভিন্ন পাবলিক প্লেসে পাবলিক গ্যাদারিং বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারন সম্পাদক রতন সিং, এক বিবৃতিতে বলেন, ৩০ মার্চ শ্রী শ্রী বাসন্তি পূজা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অবশ্যই অনুষ্ঠিত হবে। তবে পূজামন্ডপে ধর্মীয় সভা, রামায়ন গান, আরোতী প্রতিরোগীতা, মাইকিং বাজিয়ে গ্যাদারিং করা যাবে না। হিন্দু স¤প্রদায়ের ভক্তবৃন্দ প্রতিটি বাসন্তি পূজা মন্ডপে এক এক জন গিয়ে প্রতিমা দর্শন ও প্রনাম করে চলে যাবেন। নেতৃবৃন্দ আরো বলেন, কোন প্রকার হরিনাম কীর্তন, ধর্মীয় সভা, দল বেঁধে তীর্থ যাত্রা করা বর্তমান সময়ে নিষিদ্ধ করা হয়েছে। পরিষদের সদস্যরা এ ব্যাপারে আন্তরিক ভূমিকা পালনের মধ্য দিয়ে নিষধাজ্ঞাগুলো মেনে চলবেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজ নিজ মন্ডপে ভলেন্টিয়ার সার্ভিস প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।